Health Talk丨স্বাস্থ্য কথা http://bdhealthtalk.blogspot.com/2016/02/blog-post_26.html

ফাঁস হয়ে গেল গেইলের সব অপকর্ম – নিষিদ্ধ হতে পারেন ক্রিকেট থেকে

  ক্রিস গেইল ক্যারিবিয়ান এই
ক্রিকেট প্লেয়ারের নাম মনে
পড়ার সাথে সাথে মনে পড়ে
চার আর ছক্কার ছড়াছড়ি।
হার্ডহিটার এই ব্যাটসম্যান
বিশ্বের একজন সেরা
ব্যাটসম্যান হিসেবে খ্যাত।
কিন্তু মাঠের বাহিরেও নাকি
গেইল একই রকম রাফ এন্ড টাফ।
গেইলকে নিয়ে নারীঘটিত
অনেক অভিযোগ এর আগেও
থাকলেও সেগুলো তেমন একটা
আমুলে আসেনি। কিন্তু এবার
ক্যামেরার সামনে এক নারী

সাংবাদিককে ডেটের
প্রস্তাব দিয়ে ভীষন বিপাকে
পড়েছেন ক্রিস গেইল।
এবার বিগব্যাশ চলাকালীন
সময়ে অস্ট্রেলিয়ার চ্যানেল
টেনের নারী সাংবাদিক
মেল ম্যাকলাফলিন
সাক্ষাৎকার নিচ্ছিলেন ক্রিস
গেইলের। এ সময় ক্রিস গেইল
ম্যাকলাফলিন এর চোখের
প্রসংশা করে তাকে
ড্রিংসের আমন্ত্রন জানান।

রসিকতার ছলে গেইল বলেন
“লজ্জা পেওনা বেবি”।
সাংবাদিকও সামলে নেন
পরিস্থিতি। ওই ঘটনা হয়ত
ওইখানেই শেষ হতে পারত কিন্তু
চক্রাকারে ঘুরছে ঘটনাটি।
গেইল যদিও এর জন্য পরবর্তীতে
ক্ষমা চেয়েছেন।
তাতেও খুশি হয়নি তার দল
তাকে দশ হাজার অস্ট্রেলিয়ান
ডলার জরিমানা করা হয়।
জরিমানা দিয়ে হয়ত গেইল
পার পেয়েই গিয়েছিলেন
কিন্তু এই ঘটনাকে আরো উস্কে
দেয় অস্ট্রেলিয়ার ফেয়ারফক্স
মিডিয়া। তাদের দাবি
গেইলের নারীদের সাথে এই
অশোভন আচরন নতুন নয়। ২০১৫
সালের বিশ্বকাপে ওয়েস্ট
ইন্ডিজ দলের সেবায় এক
অস্ট্রেলিয়ান নারী
নিয়োজিত ছিলেন।

একদিন
তিনি রুম পরিষ্কার করতে
খেলোয়ারদের রুমে যান।
সেখানে তোয়ালে পড়া
গেইল তার সাথে
অশালীনভাবে কথা বলে।
গেইল যদিও মিডিয়ার নামে
মানহানির মামলা দেওয়ার
হুমকি দেয়। কিন্তু তাতে
কতখানি লাভ হবে কে জানে।
এদিকে সাবেক অস্ট্রেলিয়ান
অধিনায়ক ইয়ান চ্যাপেল
গেইলকে শুধু বিগব্যাস নয় বিশ্ব
ক্রিকেট থেকে নিষিদ্ধের
দাবি জানান। এখন গেইলের
কপালে কি আছে তা সময়ই বলে
দিবে।
চ্যাপেলের কথা সবাই মেনে
নিলে বিপাকেই পড়তে হবে
গেইলকে। জাতীয় দলের হয়ে
কয়টা ম্যাচই তিনি খেলেন,
সেই তুলনায় বিশ্বব্যাপি
জনপ্রিয় ঘরোয়া টি টুয়েন্টি
ঘরানোর টুর্নামেন্টগুলোই(বিগ
ব্যাশ, আইপিএল, বিপিএল)
গেইলের অন্যতম আয়ের উৎস। তা
বন্ধ হলে কি হবে গেইলের , তা
কে জানে?

ভিডিওটি নিচের লংকে
দেখুন।

http://www.youtube.com/watch?v=nvJBk3Wt1oA&feature=youtube_gdata_player

অন্যদের সাথে শেয়ার করুন

Unknown
পোস্ট করেছেনঃ Unknown
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?