Health Talk丨স্বাস্থ্য কথা http://bdhealthtalk.blogspot.com/2016/02/blog-post_70.html

শিশুর পেট ব্যথা পেট হলে করনীয়

পেট ব্যথার কারণ

কলিক পেইনের সুনির্দিষ্ট কোন কারণ নেই। তবে ধারণা করা হয় মায়ের
দুধ
পান করানোর মধ্যে কোনরূপ ত্রুটি
থাকলে তা থেকে হতে পারে।
তোলা দুধ খাওয়ানো কিংবা
শিশুকে অতিরিক্ত পরিমাণে দুধ
খাওয়ালে এমনটি হতে পারে।
অনেক শিশুর গরুর দুধ খেলে এলার্জির
ভাব হয় ফলে ব্যথা হয়।
পেট ব্যথার লক্ষণ শিশুর পেটে তীব্র
ব্যথা হয়। ব্যথাটি তলপেটে স্থির
থাকে। এতে শিশু অনবরত কাঁদতে
থাকে। শিশুর হাত-পা ঠাণ্ডা হয়ে
আসতে থাকে। শিশুর কান্নার বেগ
বাড়তে থাকে।

স্বাস্থ্য বিষয়ক পরামর্শ

� ত্রিফলা চূর্ণ ১/২ চামচ করে সকাল
ও বিকাল সেব্য

� পুদিনা পাতার রস (১-২) চা-চামচ
করে সকাল-বিকাল সেব্য।

� পাথর কুচির পাতার রস বয়স
অনুযায়ী খাবার পর খেতে দিন
এবং নরম ও তরল জাতীয় খাবার
খাওয়াতে হবে।

অন্যদের সাথে শেয়ার করুন

Unknown
পোস্ট করেছেনঃ Unknown
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?