বিকাশ যেভাবে ক্যাশ করে নিচ্ছে জনগনের টাকা
বিকাশ এর টাকা চুরির
অভিনব কৌশলঃ
আধুনিক
তথ্যপ্রযুক্তির যুগে মানুষ
সবকিছু সহজে অর্জন করতে
চায়। সবকিছু মানুষ এখন
ঘরে বসেই করতে চায়। আর
মানুষের এই চাহিদা
মাথায় রেখে এখন সবকিছু
কিভাবে মোবাইল
ফোনের মাধ্যমে ঘরে
বসে করা যায় তাই সকল
প্রতিষ্ঠান চেষ্টা করে।
এখন মোবাইলের
মাধ্যমে অনেক কাজ করা
যায়। করা যায় টাকার
লেনদেনও, যাকে বলা হয়
মোবাইল ব্যাংকিং।
কিন্তু তথ্যপ্রযুক্তি যত
আধুনিক হয়েছে সাথে
সাথে আধুনিক হয়েছে
প্রতারনার ধরনও। তাইতো
এসব প্রতারকদের এখন নজর
মোবাইল ব্যাংকিং এর
দিকে।
আমাদের আজকের
প্রতিবেদন মোবাইল
ব্যাংকিং কতটা
নিরাপদ তার উপর।
প্রতিবেদনটি একুশে
টেলিভিশন সংবাদ
থেকে নেয়া।
বিকাশ এর
টাকা চুরি
ব্যাংকিং সেবা
মানুষের দরজায় পৌঁছে
দিতে অত্যাধুনিক
প্রযুক্তি নিয়ে কাজ
করতে বাংলাদেশ
ব্যাংক ২৮ টি আর্থিক
প্রতিষ্ঠানকে অনুমতি
দেয়। এর মধ্যে ব্রাকের
সহযোগী প্রতিষ্ঠান
বিকাশ সহ বেশ কয়েকটি
প্রতিষ্ঠান মোবাইল
ব্যাংকিং চালু করেছে।
কিন্তু বিভিন্ন কম্পানির
সিম রিপ্লেস করে
মোবাইল ব্যাংকিং এর
বহু গ্রাহকের অ্যাকাউন্ট
থেকে টাকা চুরির
অভিযোগ উঠছে। শুধু তাই
নয় সিম থেকে টাকা
সরিয়ে নিয়ে আবার সিম
রিকানেক্ট করে দেয়া
হচ্ছে বলেও জানা যায়
ক্ষতিগ্রস্থ এজেন্ট বা
গ্রাহকরা
কর্তৃপক্ষের কাছে ধরনা
দিয়েও পাচ্ছেন না
প্রতিকার।
বিকাশের
অনেক গ্রাহকের সিম
রিপ্লেস করে তাদের
মোবাইল ব্যাংকিং এক
অ্যাকাউন্ট থেকে টাকা
তুলে নিয়ে যাচ্ছে একটি
চক্র । গ্রাহকদের দাবি
সঠিক কাগজপত্র ছাড়া
কোন ভাবেই সিম
রিপ্লেস করা সম্ভব নয়।
তাদের দৃঢ় বিশ্বাস এর
সাথে কোম্পানির
ভিতরের লোক জড়িত
আছে। এ ব্যাপারে
সেবাদানকারী
প্রতিষ্ঠানের সাথে কথা
বলা হলে তারা জানায়,
সিমের নিরাপত্তা
দেয়ার দায়িত্ব তাদের
নয়। এটা মোবাইল
অপারেটরদের দায়িত্ব।
অন্যদিকে মোবাইল
অপারেটরদের সাথে
কথা বললে তার বলে,
তাদের কাজ কেবল
নেটওয়ার্ক সেবা দেয়া,
মোবাইল ব্যাংকিং এর
গ্রাহকদের টাকার
নিরাপত্তা দেয়া
সংশ্লিষ্ট ব্যাংকের
কাজ। মোবাইল
অপারেটরদের দাবি যে
মোবাইল ব্যাংকিং এর
পিন বাংক
কর্তৃপক্ষ সরবারহ করে, কেউ
যদি সিম রিপ্লেস করেও
পিন ছাড়া সে টাকা
উঠাতে পারবে না।
তাহলে যারা টাকা
উঠিয়ে নিচ্ছে তারা
পিন নম্বর কোথায়
পাচ্ছে। বাহ এ যেন মগের
মুল্লুক গ্রাহকের অর্থের
নিরাপত্তার
দায়িত্ব কেউ নিতে চায়
না। যদি অর্থের
নিরাপত্তা নাই থাকে
তাহলে গ্রাহক কেন
আপনাদের মাধ্যমে টাকা
লেনদের করবে?
তথ্যপ্রযুক্তিবিদদের মতে,
মোবাইল ব্যাংকিং এর
সার্ভার নিয়ন্ত্রনকারী
কেউ প্রতারনা করলে তা
ঠেকানো সম্ভব নয়। কারন
তাদের কাছে যেকোন
অ্যাকাউন্টের সকল তথ্য
থাকে। তার মানে এটা
পরিষ্কার মোবাইল
কোম্পানির কিংবা
ব্যাংক প্রতিষ্ঠানের
লোকই এই প্রতারনার
সাথে জড়িত।
বিস্তার নিচের লিংক থেকে ভিডিও দেখুন
http://www.youtube.com/watch?v=53PlWZp0ZFQ&feature=youtube_gdata_player
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন