Health Talk丨স্বাস্থ্য কথা http://bdhealthtalk.blogspot.com/2016/02/blog-post_4.html

হাতে লিখে পাসপোর্টের আবেদন প্রক্রিয়া যেভাবে সম্পন্


হাতে লিখে আবেদন করার
ক্ষেত্রে http://
www.passport.gov.bd/Default.aspx
ওয়েবসাইট থেকে ডাউনলোড
করে অথবা আঞ্চলিক
পাসপোর্ট অফিসগুলো থেকে
আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে ।
তারপর ফর্মে *আঞ্চলিক
পাসপোর্ট অফিস মিশন/
বাংলাদেশ মিশন এর
শুন্যস্থানে <আগারগাঁও> অথবা
যে অনুমোদিত অফিসে
আবেদনপত্রটি জমা দেয়া হবে
তার নাম লিখতে হবে ।
এরপর স্টার (*) চিহ্নিত
শুন্যস্থানগুলো অবশই পূরন করতে
হবে যা অনলাইনের আবেদনের
নির্দেশনা মতই হবে , শুধু
পার্থক্য হল এখানে হাতে
লিখতে হবে আর অনলাইনে
হলে কম্পিউটারে টাইপ করতে
হয় ।

২ টি ফর্ম শুদ্ধ ও নির্ভুল ভাবে
পূরন করতে হবে যেভাবে
অনলাইনে করতে বলা হয়েছে
। এক্ষেত্রে ব্যাংকে টাকা
জমা দেয়ার কাজটা
আবেদনপত্র পাসপোর্ট অফিসে
জমা দেয়ার পূর্বে করলেও
চলবে ।
তারপর টাকা জমা দেওয়ার
তারিখ , ব্যাংকের নাম ,
ব্যাংকের শাখা এবং জমা
দানের রিসিটের নম্বর
উল্লেখ করার প্রয়োজন হয়
ফর্মের ৩ নম্বর পৃষ্ঠার
নির্ধারিত স্থানে । ফর্ম পূরন
শেষ হলে তা অনলাইন
প্রক্রিয়ায় বর্ণিত ৩ ও ৪ নম্বর
ধাপের মত প্রসেসিং সম্পন্ন
করতে হবে ।

জমাদানের
প্রক্রিয়াঃ

*সরকারী কার্যদিবসের
যেকোন দিন সকাল ৯টা
থেকে দুপুর ৩টার মধ্যে হাতে
লিখা আবেদনপত্রটি নিয়ে
রঙ্গিন পোষাক পড়ে
আগারগাঁও পাসপোর্ট অফিসে
ঢুকার পর মেইন গেটের সাথে
নিচে যে লাইন দেখবেন
সেখানে সবার সাথে
দাড়াবেন । এখানে লাইনের
শেষ মাথায় একটি টেবিলে
সেনা সদস্যরা আপনার আবেদন
পত্রে ঐ দিনের জন্য
সিরিয়াল লিখে দিবেন ।

* এরপর আপনাকে ওই টেবিলের
সামনেই ১০৩ নম্বর কক্ষে
যেতে বলবে, এখানে আপনার
আবেদন পত্রে আবেদিত সিল
দিয়ে দেয়া হবে । এখানে
লাইন থাকলেও সময় ৩০
মিনিটের বেশি লাগবে না ।

* এরপর আপনাকে ৪০৪ নম্বর রুমে
যেতে বলা হবে যেখানে
আপনার কাগজপত্রের সত্যতা
যাচাই হবে, সব ঠিক থাকলে
আপনার আবেদন পত্র ২ টি
রেখে আপনাকে ছবি
তোলার রিসিট দেয়া হবে ।
এখানেও লাইনে দাড়াতে
হবে সময় লাগবে সর্বোচ্চ ৩০
মিনিট । এবং পাশের ৪০৫ নম্বর
রুমে ছবি তোলার জন্য
লাইনে দাড়াতে বলা হবে,
এছাড়া আরও ৩টি ছবি
তোলার রুম রয়েছে । এখানে
লাইনের জন্য ছবি তুলতে ১
ঘন্টা অথবা একটু কম বেশি-সময়
লাগে ।
*৪০৫ নম্বর রুমে প্রবেশ করলে
আপনার রিসিট নিয়ে প্রথমে
২হাতের আঙ্গুলের ছাপ,
তারপর ডিজিটাল স্বাক্ষর
নিয়ে ছবি তোলা হবে এবং
আপনাকে রশিদ দেওয়া হবে।
তাতে পাসপোর্ট সংগ্রহ
করার তারিখ লিখা থাকবে
রশিদটি ভালো মত চেক করে
রুম থেকে বেরিয়ে আসুন।
এভাবে হাতে লিখে
পাসপোর্টের আবেদন করার
প্রক্রিয়া সম্পন্ন হল ।

*এভাবে হাতে লিখা
আবেদনপত্র নিয়ে আগারগাঁও
পাসপোর্ট অফিসে ঢুকার পর
থেকে ছবি তোলা শেষ করে
পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ২
ঘন্টা ৩০ মিনিট অথবা একটু কম-
বেশি সময় লাগতে পারে ।
পুলিশ ভেরিফিকেশানঃ
বিষয়টি নিয়ে অনেকেই
চিন্তিত থাকেন, অবশ্য
বিষয়টি আমার কাছে
ঝামেলার লাগেনি। পেশা
ছাত্র হলে
ভেরিফিকেশানের সময়
পুলিশকে আবেদনকারীর
Student id card দেখাতে হয় ,
অন্যান্য পেশার ক্ষেত্রে
সংশ্লিষ্ট পেশার স্ব্পক্ষ
প্রমানের কাগজ দেখাতে হয় ।
এসব ক্ষেত্রে পুলিশকে
অরিজিনাল কপি প্রদর্শন করতে
হয় । সাধারন মানুষ যারা
পুরনো পাসপোর্ট renew
করাবেন শুধুমাত্র তাদের কোন
পুলিশ ভেরিফিকেশান
হবেনা । এছাড়া অন্য সকল
ক্ষেত্রে Ordinary পাসপোর্টের
জন্য পুলিশ ভেরিফিকেশান
হবে । বিশেষ কারনে পুলিশ
ভেরিফিকেশান সম্পর্কে আর
বিস্তারিত নাই বললাম ।
***পাসপোর্ট সংগ্রহ:
রিসিটে কর্তৃপক্ষের দেয়া
তারিখে পাসপোর্ট সংগ্রহ
করা যাবেনা , বরং
মোবাইলে confirmation
পাসপোর্ট collection এর তারিখ
জানিয়ে মেসেজ এলে
তারপর পাসপোর্ট সংগ্রহ
করতে যেতে হবে । পাসপোর্ট
অফিসের ২য় তলায় পাসপোর্ট
ডেলিভারি দেয়া হয়,
এখানে লাইনে দাঁড়িয়ে
রিসিট জমা দিতে হবে,
সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা
রিসিটের বারকোড
কম্পিউটারে স্ক্যান করে
দেখবেন পাসপোর্ট
তৈরি হয়েছে কিনা,
পাসপোর্ট রেডি থাকলে
সেনা কর্মকর্তা রিসিট
রেখে দিবেন এবং পাশেই
পাসপোর্ট প্রত্যাশী
অপেক্ষারত অনেক মানুষের
সাথে আপনিও অপেক্ষা
করতে থাকবেন ।এই অপেক্ষার
সময় সর্বনিম্ন ১ ঘন্টা থেকে
সর্বোচ্চ ৪ ঘন্টাও হতে পারে
কারন পাসপোর্ট খুজে বের
করতে নাকি সময় লাগে ।
সর্বদা সজাগ থাকুন কারন
মাইকে আপনার নাম ঘোষনা
হলো কিনা খেয়াল রাখতে
হবে আর নাম ঘোষনা হলে
আপনাকে কাউন্টারে গিয়ে
পাসপোর্ট সংগ্রহ করতে হবে ।

আমার অভিজ্ঞতাঃ

গত ৩১ শে মার্চ,২০১৫ সকাল
বেলা আমি অনলাইনে আবেদন
ফর্মের সাথে জন্ম নিবন্ধন
সনদের সত্যায়িত ফটোকপির ও
SSC certificate এর সত্যায়িত
ফটোকপি (পেশা ছাত্র)
নিয়ে আগারগাঁও পাসপোর্ট
অফিসে যাই, কিন্তু জন্ম
নিবন্ধন সনদ অনলাইনে
চেকেবল না থাকার কারনে
ওই দিন কাজ অসম্পূর্ন রেখে
চলে আসি। পরের দিন ১লা
এপ্রিল আমার জন্ম নিবন্ধন সনদ
গ্রামের UP অফিস থেকে
জাতীয় ডেটাবেজে
আপলোড করার পর দুপুর ২টা ৫৫
মিনিটে পাসপোর্ট অফিসে
যাই, শেষ সময় বলে কিনা
জানিনা কোথাও একদমই
সিরিয়াল বা ভীড় ছিলনা ।
পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন
করতে আমার মাত্র ১৫ মিনিট
সময় লেগেছিল । রিসিটে
পাসপোর্ট সংগ্রহের তারিখ
ছিল ১২ই এপ্রিল, কিন্তু আমার
মোবাইলে confirmation
মেসেজ আসে ১৯শে এপ্রিল
সন্ধায় । পরের দিন ২০শে
এপ্রিল পাসপোর্ট অফিসে
গিয়ে পাসপোর্ট সংগ্রহ
করতে আমার সময় লেগেছিল
২ঘন্টা ৩০ মিনিট, অনেকে
আবার ১ ঘন্টা দাড়িয়ে
পাসপোর্ট পেয়েছিল কেউ
কেউ আবার ৪ ঘন্টা পরও
পাসপোর্ট পায়নি । অনেকের
মোবাইলে একটি confirmation
মেসেজ আসার পরও পাসপোর্ট
তৈরি হয়নি , আবার অনেকে
তিন মাস ঘুরেও অজানা
কারনে পাসপোর্ট পাচ্ছিল
না । তাই সামান্য ভোগান্তি
হতে পারে
এমন মানসিক প্রস্তুতি নিয়ে
পাসপোর্ট তৈরি প্রক্রিয়া শুরু
করা উত্তম হবে ।
কিছু লক্ষণীয় বিষয়:

*যে কোন সমস্যায় দায়িত্বরত
সেনা সদস্যদের সহায়তা নিন।
*যে কোন সময় ব্যবহারের জন্য
স্ট্যাপলার, পিন, আঠা, কলম
ইত্যাদি সঙ্গে রাখবেন।
*কোন ভুল বা অসম্পুর্ন তথ্য
দিলে ভোগান্তি আপনারই
হবে
*যদি কোন ঝামেলা অথবা
অন্যান্য কারনে একদিনে
পুরো কাজ সম্পন্ন না করা যায়
তাহলে পরবর্তী দিন আবার
প্রথম থেকে প্রসেস শুরু করতে
হবে, অর্থাৎ পাসপোর্ট
অফিসের নিচের তলা থেকে
আবার সিরিয়াল নিয়ে
আবার পুর্বের ন্যায় কাজ করতে
হবে ।

*এমআরপির আবেদন ফরম সংগ্রহ
ও জমা দেওয়া যাচ্ছে
দেশের ১০টি আঞ্চলিক
পাসপোর্ট অফিসে। প্রতিটি
আঞ্চলিক অফিসের অধীনে
রয়েছে কয়েকটি জেলা।
ব্যাংকের নাম , শাখা,
পাসপোর্ট অফিসের ঠিকানা
নিম্নের লিঙ্ক গুলো থেকে
সংগ্রহ করুন ।

*আবেদন ফরম জমা দেওয়ার সময়
আবেদনকারীকে অবশ্যই
উপস্থিত থাকতে হবে। সংগ্রহ
করার সময় নিজে না থাকলেও
চলবে।
*আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে
যত না সময় লাগে তার
থেকেও বেশি সময় লাগে আর
ভোগান্তি হয় তৈরিকৃত
পাসপোর্ট ডেলিভারি
নিতে ।

আরও বিস্তারিত জানতে
http://www.passport.gov.bd/
Default.aspx দেখুন , অথবা
উপরের লিঙ্ক গুলোতে দেখুন
অনেক কিছুর বিস্তারিত ও
খুটিনাটি অনেক কিছু বর্ননা
করতে গিয়ে পোস্টটি বড় হয়ে
গেল, যদি বিশাল এই পোস্টটি
পড়তে গিয়ে কেউ বিরক্ত হন
তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে
দেখবেন । পোস্টে আরও কিছু
সংযোজন-বিয়োজন অথবা
কোন কিছু জিজ্ঞাসার জন্য
আপনাদের গঠনমূলক কমেন্টের
আশায় রইলাম, আমি উত্তর
দেয়ার চেষ্টা করবো । সবাই
ভালো থাকবেন, সবার জন্য
শুভকামনা রইল ।

আল্লাহ হাফেজ

অন্যদের সাথে শেয়ার করুন

Unknown
পোস্ট করেছেনঃ Unknown
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?